ব্যক্তিগত লাইব্রেরিতে বিশ্বকাপ

বই কেনার শখ বহুদিনের – ১১ বছর বয়স থেকে।
ফুটবল প্রেম আরো পুরনো – ৬ বছর বয়স থেকে।
আর সবচেয়ে পুরনো হলো বই পড়ার অভ্যাস – ৫ বছর বয়স থেকে।

ভাবছিলাম ফুটবল বিশ্বকাপটা ব্যক্তিগত বই সংগ্রহে কি রকম প্রতিনিধিত্ব পেয়েছে। শেল্ফ আর বাক্স অনেক ঘেঁটে-মেটে দেখলাম যে শুধু চারটা দেশ বাদে আর বাদবাকি ২৮টি দেশের লেখকের বই-ই সংগ্রহে মজুদ! নেই শুধু ক্যামেরুন, কোস্টা রিকা, হন্ডুরাস, ঘানা। আর ইকুয়েডর-এর ব্যাপারে একটু ফাঁকি দিয়েছি – ইকুয়েডরের কোন লেখকের বই নেই তবে সে দেশের প্যাসিফিক উপকূলে এক দরিদ্র গ্রামে বসবাসের চমৎকার স্মৃতিকথা ‘লিভিং পুওর’ আছে, মরিৎস টম্সেনের লেখা।

গ্রুপ এ-বি, সি-ডি, ই-এফ, এবং জি-এইচ মিলিয়ে চারটি ছবি।

**************************

Group A – Brazil, Mexico, Croatia
Group B – Holland, Chile, Spain, Australia

IMAG0267

Group C – Colombia, Greece, Japan, Ivory Coast
Group D – Uruguay, Italy, England

IMAG0268

Group E – France, Switzerland, Ecuador
Group F – Argentina, Iran, Bosnia, Nigeria

IMAG0269

Group E – France, Switzerland, Ecuador
Group F – Argentina, Iran, Bosnia, Nigeria

IMAG0270

ফেসবুকে সুবিনয়

এখানে আপনার মন্তব্য রেখে যান